AdGuard এর Parental Control এ যা যা আছে
- নিরাপদ সার্চ। জনপ্রিয় সার্চ ইঞ্জিন - গুগল, ইয়াহু, বিং এ আপনার সন্তান যাই খুঁজুক না কেন এডগার্ড সার্চের ফলাফল থেকে সকল এডাল্ট কন্টেন্ট সরিয়ে ফেলবে, হোক সেটা লিংক, ফটো বা ভিডিও।
- আপনি চাইলে এক্সিকিউটেবল ফাইল লোড করা নিষেধ করতে পারেন। যার ফলে আপনার সন্তান চাইলেও কোন ফাইল ডাউনলোড করতে পারবে না।
- আমরা ইতিমধ্যে Sensitivity Level. উল্লেখ করেছি। আপনি তিনটি স্তর থেকে সুরক্ষা নির্বাচন করতে পারেন:
- 3 বছরের শিশুর জন্য
- 10 বছরের বাচ্চার শিশুর জন্য
- 13 বছরের বাচ্চার শিশুর জন্য
শিশু যত ছোট, ফিল্টারিং ততই কঠোর
- আপনি যদি মনে করেন আপনার সন্তান এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য প্রস্তুত নয় বা কোন নির্দিষ্ট সাইটে আপনার সন্তানকে প্রবেশ করতে না দিতে চান তবে তাও করতে পারবেন। আপনি চাইলে ব্লাকলিস্ট স্টাইলে কিছু সাইট ব্লক করে দিতে পারেন বা চাইলে হোয়াইটলিস্ট স্টাইলে নির্দিষ্ট সাইটে প্রবেশ করার পারমিশন সেট করতে পারেন।
- এছাড়া আছে পাসওয়ার্ড সুরক্ষা। আপনার সন্তান শুধু আপনার অনুমতি সাপেক্ষে সাইট ভিজিট করতে পারবে। আর সাইট গুলো আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা সেটা আপনার সিদ্ধান্ত।